রাবি প্রতিনিধি: শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
জুতা নিক্ষেপে পুরষ্কারের আয়োজন করা হয়। ১০ বারের মধ্যে ৭ বার মারতে পারলে একটি করে মোজো উপহার দেওয়া হয়। জুতা নিক্ষেপকালে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা যায়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাফিজুল ইসলাম বলেন, আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় তখন তার জন্মদিন খুব ধুমধাম করে পালন করতো। যেহেতু আমরা একটা বিপ্লবের মাধ্যমে জয় অর্জন করেছি তাই বিপ্লবের মধ্য দিয়ে তার জন্মদিন পালনের আয়োজন করেছি। আমরা তার ছবিতে জুতা নিক্ষেপের মাধ্যমে এই দিনটি পালন করছি।
স্পোর্টস সাইন্স বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, এতদিন আমাদের দেশের স্বৈরাচার ছিল। শেখ হাসিনা যে স্বৈরাচারী কর্মকাণ্ডগুলো করেছে সেটাকে জাতি সাধারণ যেন মনে রাখে। সে যেন আর এই দেশে ফিরে আসতে না পারে সেজন্য আজকের এই আয়োজন। তার ছবিতে জুতা মেরে জন্মদিন পালন করলাম আমরা।