মো. লিমন আহমেদ: ‘পদ্মার মিতালি বয়ে আনুক সুদিনের বার্তা’ এই স্লোগানকে সামনে রেখে রাবি,রুয়েট ও রামেকে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘ শরীয়তপুর জেলা সমিতি’র ২০২৩-২৪ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলামকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে।
শুক্রবার (০১ ডিসেম্বর) সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করেছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শামিমা আক্তার শামু, মাসুদ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ আহমেদ নাবিল, আকাশ মাহমুদ অদিফ, সাংগঠনিক সম্পাদক সজিব হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক তুষার আব্দুল্লাহ।
সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন,আমরা নতুন দায়িত্ব পেয়েছি।আমরা সাবেক ও বর্তমান সকল সদস্যের পরামর্শ নিয়ে জেলা সমিতিকে এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।পাশাপাশি শিক্ষার্থীদের যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকবো।
তিনি আরও বলেন,সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালে শরীয়তপুর থেকে রাবিতে পড়তে আসা এক ঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এ জেলা সমিতিটি প্রতিষ্ঠিত হয়।