The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪

রাবিতে নয় দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু ২৯ ফেব্রুয়ারি

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নয় দিনব্যাপী

‘আন্তঃক্লাব বিতর্ক উৎসব- ২০২৪’ শুরু আগামী ২৯ ফেব্রুয়ারি। ‘যুক্তির শাণিত স্রোতে আঁকি মুক্তির মহাকাল’ এই স্লোগানকে সামনে রেখে বিতর্ক চর্চাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে ৯ম বারের মতো বির্তক প্রতিযোগিতার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এসব তথ্য জানান ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল বিতর্ক পাঠশালা’র সভাপতি মো. আল-আমিন ও আহ্বায়ক এ. কে. এম. শহীদুল ইসলাম।

এসময় তারা আরও জানান, আগামী ২৯ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

সংসদীয় পদ্ধতির এই বিতর্ক প্রতিযোগিতায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল, কেন্দ্রীয় সংগঠনসহ রাজশাহী অঞ্চলের মোট ২৪টি বিতর্ক সংগঠনের অংশগ্রহণের মধ্যদিয়ে ৯ দিনব্যাপি এ বিতর্ক উৎসব চলবে।

আগামী ৮ই মার্চ (শুক্রবার) বিকাল ৪টায় রাবি শহীদ মিনার মুক্তমঞ্চে চূড়ান্ত পর্ব অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে এবারের বিতর্ক উৎসব। ২৪টি দলের মধ্য থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে দলীয় ট্রফি এবং ব্যক্তিগত সম্মাননা স্মারক তুলে দিবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। এসময় উপস্থিত থাকবেন উপ-উপাচার্যদ্বয় এবং সোহাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ।

এ বির্তক প্রতিযোগিতাট টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইংরেজি শিক্ষা প্লাটফর্ম ‘ইংলিশ মজা’ এছাড়া সার্বিকভারে সহযোগিতায় থাকছে ‘রিউ পাবলিকেশন্স’, ‘ব ণি ক’ এবং মিড়িয়া পার্টনার হিসেবে আছে খবরের কাগজ, তর্কজাল ও ‘আরইউ ইনসাইটার’

উল্লেখ্য, ‘যুক্তির শাণিত স্রোতে আঁকি মুক্তির মহাকাল” এই শ্লোগানকে সামনে রেখে ২০১১ সালে ‘হোসেন শহীদ সোহরাওয়াদী হল বিতর্ক পাঠশালা’ যাত্রা শুরু পকরে। দীর্ঘ তেরো বছর পথ পরিক্রমায় এ সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৃজনশীল বিতর্ক প্রতিযোগিতা ও নিয়মিত বিতর্ক চর্চা করে আসছে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.