ঢাবি প্রতিনিধিঃ তুমি কি আমি কে রাজাকার রাজাকার। কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ঠিক আবারো এই স্লোগানে মুখরিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস।
আজ ১৫ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে এই স্লোগান শুরু হয়। স্লোগানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূতভাবে অংশগ্রহণ করতে দেখা যায়।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের ‘নাতি-পুতি’ আখ্যা দিয়ে মন্তব্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই বিতর্কিত মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন ঢাবি শিক্ষার্থীরা। ১৪ জুলাই রাত ১০টার পর রাজপথে নেমে আসেন রোকেয়া হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। তাদের মুখে স্লোগান ছিলো ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’।
এরপর থেকে কোটা সংস্কার আন্দোলনের পালে নতুন হাওয়া লাগে। পরে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হত্যাযজ্ঞ চালিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখোমুখি হয় আওয়ামী লীগ সরকার। সেই সফল অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা।
১৫ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এমন ঘোষণা দেন শিক্ষার্থীরা। রোববার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া এলাকা থেকে এ স্লোগান শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।শিক্ষার্থীরা জানান আমরা ইতিহাস বিকৃতি করতে পারবোনা। রাজাকার রাজাকার স্লোগান সরকার পতনের অন্যতম অস্ত্র ছিল। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই স্লোগান থাকবে।