রাবি প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব ও গবেষণা খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ৪৭৯ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। এছাড়াও গবেষণায় বিশ্ববিদ্যালয়টি পাচ্ছে ১৪ কোটি টাকা।
গত বুধবার (১২ জুন) ইউজিসিতে অনুষ্ঠিত ১৬৭তম পূর্ণ কমিশন সভায় দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালন ও উন্নয়নের জন্য ১১ হাজার ৬৯০ কোটি ৪ লাখ টাকার এ বাজেট অনুমোদন করা হয়।
এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয়টি ৪৭৯ কোটি ২১ লাখ টাকা বাজেট পেয়েছিল।
আসন্ন অর্থবছরে পরিচালন ব্যয়ে সর্বোচ্চ বাজেট
৮০৪ কোটি ৪১ লাখ টাকা পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও গবেষণা খাতেও ঢাবিকে সর্বোচ্চ ২০ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে সবচেয়ে কম বরাদ্দ পাচ্ছে নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়।
২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেটে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য সরকারের অনুদান হিসেবে ৫ হাজার ৫০০ কোটি টাকার সংস্থান করা হয়।
এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অর্জিত রাজস্ব আয় ধরা হয় ১ হাজার ২৭২ কোটি ৫৩ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে মূল বাজেটে ৩১টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৯১৭ কোটি ৫১ লাখ টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরে ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বাজেটে ৯ হাজার ১৫৫ কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।