‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’ স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ ও সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা। এতে অংশ নেন সংগঠনের শতাধিক সদস্য।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের সামনে গিয়ে মিলিত হন তারা।
সংগঠনটির সভাপতি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইহতেশামুল হক ইবনুর বলেন, ‘আমরা প্রেমের বিরুদ্ধে না। তবে আমরা তাদেরই বিরুদ্ধে যারা একাধিক প্রেম করেন। পবিত্র প্রেমের নামে শ্লীলতাহানি আমরা চাই না। আমরা চাই সমতা।’
সাধারণ সম্পাদক আইন বিভাগের শিক্ষার্থী আসানাবিল আবীর বলেন, আমরা ভালোবাসা দিবসের নষ্টামি, ভণ্ডামি ও অশ্লীলতার বিরুদ্ধে হলেও ভালোবাসা দিবসের বিরুদ্ধে না। আমরা চাই সবার জীবনে প্রেম আসুক।