ডেস্ক রিপোর্ট: রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে থাকা শেখ মুজিবের ম্যুরাল ও তিনটি একাডেমিক ভবনের নামফলক ভেঙে নতুন নামকরণ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, তাঁর ছোট ছেলে শেখ রাসেল এবং এ.এইচ.এম কামারুজ্জামানের নামে থাকা ভবনের নামফলক মুছে দেওয়া কর্মসূচির পালন করেন সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজশাহী কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের নামকরণ করেন, ‘শহীদ আলী রায়হান ভবন’ এ.এইচ.এম কামারুজ্জামান ভবনের নাম পরিবর্তন করে ‘শহীদ সাকিব আনজুম ভবন’ ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ ল্যাব’ নাম দিয়ে ব্যানার ঝুলিয়ে দেন।
এর আগে সকাল ১২ টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্য জড়ো হতে থাকে সাধারণ শিক্ষার্থীরা এবং কর্মসূচিতে অবস্থান কালে তারা বিভিন্ন প্রতিবাদী মূলক স্লোগান দিতে থাকেন। এ সময় তাঁরা ‘স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে’ প্রভৃতি স্লোগান দেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ১২ টার দিকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে শেখ মুজিবের ম্যুরালের সামনে অবস্থানের এক পর্যায়ে ম্যুরাল ভাঙ্গার জন্য বুলডোজার নিয়ে আসে এবং ম্যুরালটি ভেঙে ফেলে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে এ.এইচ.এম কামারুজ্জামান ভবনের সামনে যান এবং ভবনটির নাম ‘শহীদ সাকিব আনজুম ভবন’ নামকরণ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে নির্মাণাধীন নতুন একাডেমি ভবনের সামনে গিয়ে ভবনটির নামকরণ ‘শহীদ আলী রায়হান ভবন’ এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাবের নামকরণ করে ‘বিজয়-২৪ ল্যাব’ দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা সব নামফলক, গ্রাফিতি ও দেয়াললিখন মুছে দেওয়ার কর্মসূচি পালন করে রাজশাহী কলেজের সাধারণ শিক্ষার্থীরা।