The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫

রাজশাহীতে আ. লীগের প্রচারপত্র বিলির ঘটনায় স্বামীর পর সেই নেত্রী আটক

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের প্রচারপত্র বিলির ঘটনায় রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের বাড়িতে ভাঙচুরের পর এবার তাকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শিলমাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)।

এর আগে গত সোমবার পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মৌসুমী রহমানের লিফলেট বিতরণের ছবি আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়।

এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে খানিকটা দূরে একটি কালভার্টের ওপর তার স্বামী অহিদুর রহমানকে (৪৫) মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়। পরে নাশকতা মামলায় আসামি দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পুঠিয়া যুবদলের একাংশ আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণের বিরুদ্ধে ‘সাঁড়াশি অভিযান’ কর্মসূচি করে। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘রোড মার্চ পুঠিয়া টু পচামাড়িয়া’। উপজেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার আল আমীন তার ফেসবুকের এক পোস্টে এই সাঁড়াশি অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান। পরে মঙ্গলবার বিকেলে এক দল লোক এসে মৌসুমীর বাড়ি ভাঙচুর করে।

মৌসুমী রহমানের বাড়ি ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার সরকার বলেন, তারা ২০০ থেকে ২৫০টি মোটরসাইকেল নিয়ে অভিযানে গিয়েছিলেন, কিন্তু মোটরসাইকেল থেকে নামেননি। এমনকি মৌসুমী রহমানের বাড়িও চিনেন না বলে জানান।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রফিকুল আলম বলেন, গতকাল রাতে ডিবি মৌসুমী রহমানকে আটক করেছে। তার বিরুদ্ধে থানায় পুরোনো মামলা আছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.