রাজধানীর নতুন বাজার এলাকায় ফুটপাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) ট্রাফিক বিভাগের কর্তব্যরত সার্জেন্টর মোর্শেদার সহায়তায় ভূমিষ্ঠ হলো এক নবজাতক। শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে এমন তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ সূত্র জানা যায়, শুক্রবার বিকেলে রাজধানীর নতুন বাজার এলাকার ফুটপাতে হঠাৎ প্রসব বেদনা ওঠে ওই নারীর। আশপাশের কেউ এগিয়ে না আসলেও সেখানে কর্তব্যরত সার্জেন্ট মোর্শেদা এগিয়ে আসেন।
আশপাশে কোনো ভবন না থাকায় সার্জেন্ট মোর্শেদা ও কনস্টেবল তানিয়া দ্রুত বাস কাউন্টার থেকে কয়েকটি ছাতা নিয়ে আসেন এবং চারপাশ ঢেকে দিয়ে এবং ওই নারীকে বাচ্চা প্রসবে সহযোগিতা করেন। কিছুক্ষণ পরে একটা ফুটফুটে বাচ্চা বাচ্চা জন্মগ্রহণ করে।
নবজাতকের নাড়ি কাটা নিয়ে দেখা দেয় বড় বিপত্তি। তখন সার্জেন্ট মোর্শেদা দ্রুত ওই নারীসহ তার শিশুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে হাসপাতালে নবজাতকের নাড়ি কাটা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নারী ও শিশু দুজনই ভালো আছেন।