রাজধানীর ফানুস পড়ে দুই স্থানে আগুন লেগেছে। ইংরেজী নববর্ষের প্রহরে পুরান ঢাকার লালবাগ ও সদরঘাট এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
শনিবার (৩১ ডিসেম্বর) মধ্য রাতে আগুন লাগার সংবাদ পেয়ে উভয় স্থানে ফায়ার সার্ভিস ২টি ইউনিট পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।
তিনি বলেন, সদরঘাটের হকার্স মার্কেটের ছাদে ফানুস পড়লে সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়, কিন্তু এর আগেই আগুন নিভে গিয়েছিল। লালবাগের আগুনও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছার আগে নিভে যায়।
উল্লেখ্য, গতবারের থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর ১০টি স্থানে ফানুস পড়ে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনার যেন আবার না ঘটে এজন্য ডিএমপি এ বছর ফানুস উড়ানো ও আতশবাজির ওপর নিষেধাক্কা দিয়েছিল। কিন্তু রাজধানীর বেশিরভাড় মানুষকেই এই নিষেধাক্কা মানতে দেখা যায়নি।