রাবিপ্রবি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে গেলে ম্যুরাল ভাঙচুর অবস্থায় দেখতে পায়।
কখন বা কারা ভাঙচুর করেছে এ বিষয়ে এখনো কোন তথ্য পাওয়া যায়নি৷
ম্যুরাল ভাঙচুরের ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক, একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা জানান, বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুরের বিষয়টি শুনেছি। তবে কারা ভাঙচুর করেছে সেটা আমরা জানি না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অগোচরে তারা এ কাজ করেছে৷ তবে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, ফুটেজ দেখে চিহ্নিত করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৯ ডিসেম্বর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৎকালীন সংসদ সদস্য দীপংকর তালুকদার, উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ইফতেকুর রহমানের উপস্থিতিতে উদ্বোধন করা হয়।