তিন পার্বত্য জেলায় পাহাড়ি ও বাঙালি সংঘর্ষের ঘটনায় রাঙামাটিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় এই বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শুক্রবার বেলা ১টার দিকে পৌরসভায় এই বিধিনিষেধ জারি করেছিল জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোহামদ মোশারফ হোসেন খান জানান, বেলা ১১টা থেকে ১৪৪ ধারা তুলে নেওয়া হয়েছে। পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক। ধীরে ধীরে দোকানপাট খুলে যাবে বলে জানান তিনি।
এদিকে সংঘর্ষে তিন জনের মৃত্যু ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। শনিবার সকাল ৬টা থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে এই অবরোধ শুরু হয়।
অন্যদিকে রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক সমিতি।
জানা গেছে, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন।