রাকিব মাহমুদ,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র সাংস্কৃতিক পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত।
২০১৫ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
রবীন্দ্রনাথের নামে গড়ে ওঠা এই বিশ্বিবদ্যালয়টি ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ৩ টি বিভাগে ১০৫ জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম চালু করে। পরবর্তীতে ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ও ২০২০ সালে সঙ্গীত ও নৃত্যকলা অনুষদের অধীনে সঙ্গীত বিভাগের যাত্রা শুরু হয়।
এর আগে ২০১০ সালের ৮ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুষ্টিয়া অভিবাসী তাদের এলাকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায়।কিন্তু বর্তমানে সেখানে ইসলামি বিশ্ববিদ্যালয় থাকায় পরবর্তী সময়ে আঞ্চলিক বিবেচনায় রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভারতের শান্তিনিকেতন ও বিশ্বভারতীর আদলে সিরাজগঞ্জের শাহজাদপুরে এটি প্রতিষ্ঠিত হয়। ২৫ বৈশাখ কবির ১৫৪তম জন্মবার্ষিকীতে ২০১৫ সালের ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১১ মে ২০১৫ মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন,২০১৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। ৮ ফেব্রুয়ারি ২০১৭ বিল টি সংসদে উত্থাপন করার পর পরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। পরবর্তীতে জুলাই ২০১৭ তে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-বাংলাদেশ বিল-২০১৬’ সংসদে পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনার্স (স্নাতক) প্রথম বর্ষে ২টি অনুষদের অন্তর্ভুক্ত মোট ৩টি বিভাগে ১০৫ জন ছাত্রছাত্রী নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্থায়ী ক্যাম্পাসের মাধ্যমে যাত্রা শুরু করে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে ২০১৭ সালের ১১ জুলাই থেকে ১১ জুন ২০২১ পর্যন্ত অধ্যাপক ড.বিশ্বজিৎ ঘোষ দায়ীত্ব পালন করেন।১২ জুন ২০২১ থেকে ০৬ ডিসেম্বর পর্যন্ত ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন অধ্যাপক মোঃআব্দুল লতিফ।০৭ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন অধ্যাপক ড.শাহ আজম।বর্তমানের ড.শাহ আজমের নেতৃত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সুনামের সাথে পরাচালিত হয়ে আসছে।
বর্তমানে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনে এবং মাওলানা ছাইফ উদ্দিন এহিয়া কলেজে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলছে।
একজন সুনামধন্য শিক্ষাবিদ উপাচার্য ড. শাহ আজমের নেতৃত্বে প্রতিটি বিভাগের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের শিক্ষায় বর্তমানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় দিন দিন সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।