বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ২৪ এপ্রিল সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম, সহ-সভাপতি সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ মো. মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিফাত-উর-রহমান, যুগ্ম সম্পাদক শারমিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়, বিজন কুমার ও দেবশ্রী দোলন উপস্থিত ছিলেন।
সভাপতি ড. মো. ফখরুল ইসলাম বলেন, সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। আদর্শ বিশ্ববিদ্যালয় নির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্বকবি রবীন্দ্রনাথের নামের প্রতি সুবিচার করা সম্ভব হবে, বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন । বিশ্বজনের নিকট রবীন্দ্রনাথকে চিরসমুজ্জ্বল রাখতে এই বিশ্ববিদ্যালয় সদা সচেষ্ট থাকবে।