The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষকের পর এবার উপাচার্যের বিরুদ্ধে শোকজ

নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ-৬ আসনে নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়ার ১দিন পর এবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজমের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য যুগ্ম-জেলা ও দায়রা জজ আদালতের (শাহজাদপুর) বিচারক মামুন-অর-রশিদ তাদের এ নোটিশ দেন।

নোটিশে বলা হয়, আপনি জনাব প্রফেসর ড. শাহ্ আজম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ কে ব্যবহার করে এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ব্যবহার করে নির্বাচনী এলাকা-৬৭, সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জনাব চয়ন ইসলাম এর পক্ষে এবং তার উপস্থিতিতে ০৩/০১/২০২৪ খ্রি. তারিখে নির্বাচনী কর্মসূচী বা কর্মকান্ড (নির্বাচনী প্রচার কার্য) পরিচালনা করেছেন যার ভিডিও ফুটেজ ০৪/০১/২০২৪ খ্রি. তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছে এবং যার দ্বারা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৪(১) নং এবং ১৪ (২) নং বিধি লঙ্ঘিত হয়েছে।

এমতাবস্থায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৪(১) নং এবং ১৪(২) নং বিধি লঙ্ঘনের দায়ে আপনার / আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ প্রেরণ করা হবে না তৎমর্মে আগামী শনিবার ০৬/০১/২০২৪ খ্রি. তারিখ বিকাল ০৩:০০ ঘটিকার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর অস্থায়ী কার্যালয়ে (যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত এর কার্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ) ব্যক্তিগতভাবে বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখা প্রদানের জন্য অনুরোধ করা হলো। উপাচার্য জনাব প্রফেসর ড. শাহ্ আজম কে লিখিত ব্যাখার সঙ্গে উক্ত নির্বাচনী প্রচার কার্য বা নির্বাচনী কর্মসূচীতে উপস্থিত / অংশগ্রহণকারী শিক্ষক গণের নামের একটি তালিকা সরবরাহের জন্য অনুরোধ করা হলো।

You might also like
Leave A Reply

Your email address will not be published.