সাইদুল ইসলাম, রংপুরঃ রংপুর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে ছায়াদত হোসেন বকুল আহ্বায়ক ও অধ্যাপক মাজেদ আলী বাবুলকে যুগ্ন আহবায়ক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দনজানিয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্দোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রায় এক হাজার নেতাকর্মীদের নিয়ে কাউনিয়া গালস স্কুল মোড় থেকে শুরু মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করে পথ সভায় মিলিত হন।
পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম,আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু ফেরদৌস মোঃ মহসিন হীরা, সাবেক ছাত্রনেতা আব্দুস সালাম, সাইদুর মাস্টার, কাউনিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ ইউসুফ আলী, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, মধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাবেক সাধারন সম্পাদক আব্দুল জলিল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রজব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজর আলী,যুবলীগ নেতা ইউসুফ আলী ছোট, যুবলীগ নেতা বাবু আনছারী, কুর্শা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ নজরুল ইসলাম সর্দার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাঙা, হারাগাছ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন,আবু রায়হান, যুবলীগ নেতা জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা আব্দুল প্রমুখ।
উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারন সম্পাদক রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জামানত হারানোয় দলীয় সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি।
রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে কমিটির ভেঙে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রংপুর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে শাহাদাৎ হোসেন বকুল আহ্বায়ক ও মাজেদ আলী বাবুলকে যুগ্ন আহবায়ক করে ২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় দপ্তর থেকে।