পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নবম উপাচার্য হিসেবে যোগদান করলেন অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় নতুন কর্মস্থলে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম যোগদান করেছেন। এসয় উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম আল্লাহ প্রতি সন্তুষ্টি প্রকাশ এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরন করে বলেন, শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের একটাই উদ্দেশ্য দেশকে নতুন করে গড়া। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কাজ করতে চাই । শহীদের রক্তের কথা না ভুলে ফ্যাসিস্ট সরকারের আমলে আমার এই বিশ্ববিদ্যালয়ে যে দুর্নীতি হয়েছে, সকলের সহযোগিতার তার সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে পৌছে দিতে চাই।
প্রসঙ্গত, গতকাল ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রোখসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগের আদেশ জারি হয়।