ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (ডব্লিউপিআই) সাংবাদিকদের ফেলোশিপ প্রদান করছে। এই ফেলোশিপের আওতায় যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের সব দেশের সাংবাদিকেরা আবেদন করতে পারবেন।
ওয়াল্ড প্রেস ইনস্টিটিউটে প্রতিবছর সাংবাদিকেরা ১০টি স্লট ফেলোশিপের জন্য আবেদন করতে পারেন। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন সাংবাদিক এবং করপোরেট কমিউনিকেশন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি ফেলোশিপ প্রত্যাশীদের মধ্য থেকে সেরাদের বেছে নেয়। এই ফেলোশিপের জন্য মনোনিত হলে আপনাকে গবেষণা করতে হবে যুক্তরাষ্ট্রে।
ফেলোশিপে আবেদন করতে মানতে হবে নিন্মের শর্ত-
>> প্রিন্ট, সম্প্রচার বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে পাঁচ বছরের পূর্ণকালীন চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
>> আলোকচিত্রী, সম্পাদকীয় কার্টুনিস্ট, কলামিস্ট, সম্প্রচার সাংবাদিকরা আবেদন করতে পারবে;
>> যাঁরা সাংবাদিকদের তত্ত্বাবধান করেন, তাঁরা যদি কর্মরত সাংবাদিক হিসেবে কমপক্ষে পাঁচ বছর থাকেন, তবে তাঁরাও যোগ্য বলে বিবেচিত হবেন;
>> বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাংবাদিকতা-সম্পর্কিত কাজ এ ক্ষেত্রে অভিজ্ঞতা হিসেবে গণ্য হবে না;
>> যাঁরা জনসংযোগ বা এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, যাঁদের প্রাথমিক কাজ মিডিয়া-সম্পর্কিত নয়, তাঁরাও এই ফেলোশিপের যোগ্য হবেন না;
>> আগ্রহী প্রর্থীকে অবশ্যই বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে কাজ করা অমার্কিন সাংবাদিক হতে হবে;
>> ইংরেজিতে লেখা ও বলায় পারদর্শী হতে হবে;
>> এছাড়া আপনার নেতৃত্বের গুণাবলি থাকতে হবে।
ফেলোশিপের সুযোগ-সুবিধা
>> যাতায়াতের জন্য বিমানভাড়া;
>> বাসস্থানের ব্যবস্থা;
>> খাবারের জন্য ফেলোশিপের আওতায় দৈনিক ভাতার ব্যবস্থা।
আবেদনের সময়সীমা
ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপের ২০২৪-এর জন্য দেওয়া হবে। এ বছরের ১ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। একই বছরের মে মাসে নির্বাচিত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে।