উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন এমন সম্ভাব্য বাংলাদেশি শিক্ষার্থী ও আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে ‘আমেরিকান বিশ্ববিদ্যালয় মেলা’র উদ্বোধন করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এডুকেশন ইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে এড প্রোগ্রামস সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এ মেলার আয়োজন করে যুক্তরাষ্ট্র দূতাবাস।
মেলায় রাষ্ট্রদূত পিটার হাস জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৩তম।
একই সাথে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন রাষ্ট্রদূত হাস।