The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪

যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন

নাদিয়া তাছনিন: বর্তমানে ঢাকা বাসীর নিকট দৈনন্দিন সমস্যার একাংশ যানজটের কবলে পড়ে নাই এমন মুশকিল। দিনে দিনে ঢাকায় যানজটের সমস্যা প্রবল আকার ধারণ করেছে সমস্যার নৈপত্রে নানা কারণ বিদ্যমান। শহরে গাড়ির তুলনায় পর্যাপ্ত রাস্তা নেই ছাড়া অপরিকল্পিত নগরায়ন একটি অন্যতম কারণ।

ঢাকার রাস্তার অধিকাংশ স্থানীয় অবৈধ পার্টি ফুটপাতের রাস্তায় কিছু অধিকাংশ দখল করে রাখেন। যার ফলশ্রুতিতে, রাস্তায় যানজট তৈরি হয়। একটি আধুনিক নগরীতে মোট আয়তনের ২০ থেকে ২৫ শতাংশ রাস্তা থাকা দরকার। তবে ঢাকায় রয়েছে ৭ থেকে ৮ শতাংশ যা যানজটের অন্যতম কারণ।

ব্যক্তিগত গাড়ি গণপরিবহনের তুলনায় এগুলো সংখ্যা বেশি যা সড়কের তীব্র যানজট সৃষ্টি করে এ যানজটের সামান্য প্রকৃত সমস্যা কমাতে বিভিন্ন বাস্তবায়ন করা হয়েছে তবে সমস্যার কোন ফলপ্রসু সমাধান পাওয়া যায়নি বরং কোন কোন স্থানে যানজট আরও বৃদ্ধি পেয়েছে এছাড়াও ঢাকার মধ্যে দিয়ে রেল পথ যাওয়ার ফলে কিছু কিছু ক্ষেত্রে সেখানেও যানজটের সৃষ্টি হয়। ঢাকার সড়কে রিক্সার পরিমাণ দিন দিন বেড়ে যাওয়ায় সেটিও অন্যতম কারণ বলে পরিগণিত হয়।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ প্রতিবেদনের তথ্যমতে,সবচেয়ে দীর্ঘগতির ২০ শহরের মধ্যে ঢাকার অবস্থান অন্যতম। বলা হয়, ঢাকায় চলাচলের ক্ষেত্রে যে সময় প্রয়োজন দ্রুতগতির শহরে সেই একই দূরত্বে চলাচলে তিনগুণ কম সময় প্রয়োজন।

ঢাকায় যানজট কমানোর জন্য বাস থামানোর স্থান ও সময় নির্দিষ্ট করা, ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার সংস্কার প্রয়োজন। তবে, বাসের মাধ্যমে যাত্রী পরিবহনব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার, এছাড়াও অত্যাধিক ব্যক্তিগত গাড়ি চলাচলকে নিরুৎসাহিত করতে হবে। আবার পরিবহন ব্যবস্থার সম্পূর্ণটাকে রাষ্ট্রের মালিকাধীন করা গেলে তা যানজট নিরসনে অনেকটা ভূমিকা রাখবে।তাছাড়া মোটরসাইকেল ও রাইট শেয়ারিং বর্তমানে বেশি জনপ্রিয়তা লাভ করছে যা যানজট সৃষ্টির অন্যতম কারণ।

তবে আশার বানী হলো, বাংলাদেশে যানজট নিরসনের জন্য ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন।

★সঠিক পরিকল্পনা ও অবকাঠামো উন্নয়ন-

★গণপরিবহনের মান উন্নয়ন-

★ট্রাফিক নিয়ন্ত্রণ প্রযুক্তি ব্যবহার-

★এক্সপ্রেসওয়ে এবং বাইপাস বৃদ্ধি

★অফিস এবং স্কুলের সময়সূচি পরিবর্তন-

★সচেতনতা বৃদ্ধি-

মোটকথা, সড়কে গণপরিবহনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর লাগাম টানা প্রয়োজন এবং জনসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। সর্বপরি, এই অসহনীয় সমস্যা সমাধানে গঠনমূলক ও যুগোপযোগী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

লেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

You might also like
Leave A Reply

Your email address will not be published.