যাত্রী বেশে তাঁতীবাজারে বাসে আগুন, আটক ১
জবি প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালে দিনের শুরুতে ঢাকার বংশালে ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বিত্তরা। যাত্রী বেশে বাসটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করেছে বংশাল থানা পুলিশ। তবে তার নাম পরিচয় জানা যায়নি।
বংশাল থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. মজিবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার সকালে বংশাল থানাধীন তাঁতীবাজার মোড়ে ‘বিহঙ্গ’ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলটি থানার পাশেই হওয়ায় আমরা তৎক্ষণাৎ একজনকে আটক করতে সক্ষম হই। আটককৃত ব্যক্তি থানা হেফাজতে রয়েছে। বাসে অল্প সংখ্যক যাত্রী ছিলো। কেউ আহত বা নিহত হয়নি৷ ঘটনাটি নিয়ে আমরা কাজ করছি। পুড়ে যাওয়া বাসটি থানায় আনা হয়েছে।
এদিকে সদরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোয়াজ্জেম হোসেন জানান, আগুন লাগার খবর পেয়েছি ১০টা ২৮ মিনিটে। আমরা ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিহঙ্গ বাসটি তাঁতীবাজার মোড় ঘুরলেই সেটিতে কয়েকজন যুবককে আগুন ধরিয়ে দিতে দেখা যায়। মুহুর্তের মধ্যেই পুরো বাসে আগুন ধরে যায়। তবে বাসটিতে তেমন যাত্রী ছিলো না।
এদিকে সদরঘাটগামী বাস চলাচল সীমিত আকারে চলছে। বাসে যাত্রী সংখ্যাও কম। যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। হরতালকে কেন্দ্র করে শক্ত অবস্থানে রয়েছে পুলিশ। তাঁতীবাজার মোড়ে ও রায় সাহেব বাজার মোড়ে ট্যাঙ্কার সহ টহল দিতে দেখা গেছে।
এর আগে সকাল ৯টা ৬ মিনিটে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শেকড়’ পরিবহনের একটি গাড়িতে অগ্নিনির্বাপণ করে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ২টি ইউনিট। সকাল ১০টা ২২ মিনিটে টাউন হল বাজার, মোহাম্মদপুরে ‘পরিস্থান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ নিরাপত্তায় আগুন নির্বাপণ করে।