ডেস্ক রিপোর্ট: যশোরে ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাতে শহরতলীর পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে ৫ জন হাসপাতালে ভর্তি থাকার তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বজলুর রশিদ।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানান, ওয়াজ মাহফিলে ধাক্কা-ধাক্কি করে প্রবেশের সময় পদপিষ্টের ঘটনা ঘটে। এতে ৩০ জন আহত হন। তাদের মধ্যে নয়জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারীও রয়েছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা ইসলাম বলেন, ‘ওয়াজ মাহফিলে পদপিষ্টের ঘটনায় সবাই কম-বেশি আহত হয়েছেন। পুরুষদের পুরুষ ওয়ার্ড এবং নারীদের নারী ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কে মানুষের ঢল নামে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসা শুরু করে। দুপুরের পর সড়কে যানজট দেখা দেয়। এজন্য অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছান। সব সড়কের ঢেউ গিয়ে মেশে পুলেরহাটে।