The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ

যবিপ্রবি প্রতিনিধিঃ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারি মেডিসিন অনুষদের (ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ) সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৯ জুলাই) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিসে আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশ এ বলা হয়েছে, যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের (ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে) সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে যবিপ্রবি RULES OF DISCIPLINE FOR STUDENTS এর আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড (সভা, সমাবেশ, মিছিল এবং রাজনৈতিক পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড স্থাপন ও প্রদর্শন) বন্ধ ঘোষণা করা হলো।

এই আদেশ অমান্যকারী শিক্ষার্থী/শিক্ষার্থীদের বিরুদ্ধে যবিপ্রবি RULES OF DISCIPLINE FOR STUDENTS এর বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া যদি কোনো শিক্ষার্থী/শিক্ষার্থীরা অন্য কোনো শিক্ষার্থীকে/শিক্ষার্থীদেরকে রাজনৈতিক কর্মকান্ড পালনে জোরপূর্বক বাধ্য করে তাহলে বাধ্যকারী শিক্ষার্থী/শিক্ষার্থীদের বিরুদ্ধেও যবিপ্রবি RULES OF DISCIPLINE FOR STUDENTS এর
বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের আবাসিক হলে অবস্থান নিয়ে আরেক অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের আবাসিক হলসমূহে অবস্থানকারী সকল শিক্ষার্থীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ভেটেরিনারি মেডিসিন অনুষদের (ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ) প্রবেশদ্বার রাত ০৮:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।

এমতাবস্থায়, সকল আবাসিক শিক্ষার্থীদেরকে উল্লিখিত সময়ের মধ্যে অবশ্যই ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। এই নির্দেশনা অমান্যকারী শিক্ষার্থী/শিক্ষার্থীদের বিরুদ্ধে যবিপ্রবি RULES OF DISCIPLINE FOR STUDENTS এর বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা
গ্রহণ করা হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.