যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৭ ডিসেম্বর চাকরি প্রার্থী অপহরণের (লিফট অপারেটর) ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এবিষয়ে তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হয়। তদন্ত কমিটি আট জন শিক্ষার্থীর সরাসরি সংশ্লিষ্টতার প্রমান পেয়েছেন বলে জানা গেছে।
এবিষয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, তদন্ত কমিটি অপহরণের ঘটনায় আট জন শিক্ষার্থী সরাসরি জড়িত থাকার প্রাথমিক সত্যতা পেয়েছেন। রিজেন্ট বোর্ডের সভায় জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এছাড়া জড়িতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় ডিসিপ্লিনারী কমিটি এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে রিজেন্ট বোর্ডের সভায় উপস্থাপন করবেন।
এদিকে শহীদ মসিয়ূর রহমান হল থেকে সিসি টিভি ফুটেজের হার্ডডিস্ক ছিনতাইয়ের বিষয়ে হল প্রশাসনের উদাসীনতা রয়েছে মর্মে রিজেন্ট বোর্ডের সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ২০২৩ খ্রি. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লিফট অপারেটর পদে নিয়োগ পরীক্ষায় প্রায় ১৭ জন চাকরি প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলে আটকে রাখা হয়। বিষয়টি জানা জানি হলে একপর্যায়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন ও একজন ভুক্তভোগী যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।