The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫

মোড়ে মোড়ে হাসিনার গ্রাফিতি আঁকার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যসংলগ্ন মেট্রো রেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মধ্যরাতে মুছে ফেলার চেষ্টা করেছেন সিটি করপোরেশনের কর্মীরা। পরে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা গিয়ে বাধা দেন এবং আবারো শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি আঁকেন।

এদিকে শেখ হাসিনার গ্রাফিতি মোছার চেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। ক্ষোভ জানিয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বাংলাদেশের সর্বত্র শেখ হাসিনার গ্রাফিতি আঁকার আহ্বান জানানো হয়েছে।

আজ রবিবার দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশের প্রতিটি মোড়ে মোড়ে, শহরে-জনপদে, গ্রাম-মহল্লায় খুনি, স্বৈরশাসক, গণহত্যাকারী হাসিনার গলায় জুতার মালাসহ গ্রাফিতি আঁকুন।’

এতে আরো বলা হয়, ‘স্বৈরাচারী হাসিনার দুঃশাসনের ভয়ঙ্কর দিনগুলো আমাদের স্মৃতিপট থেকে মুছে ফেলা যাবে না।’

শিক্ষার্থীরা জানিয়েছেন, শনিবার দিবাগত রাত ২টার দিকে সিটি করপোরেশনের লোকজন শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মুছতে যান। এ সময় তারা শেখ হাসিনার গ্রাফিতির মুখের অংশ মুছে ফেলেন। পরে শিক্ষার্থীদের বাধার মুখে সেটি পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। এরপর শিক্ষার্থীরা পুনরায় সেখানে শেখ হাসিনার গ্রাফিতি এঁকে দেন।

ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার ফেসবুক পেজে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে ‘ঘৃণাস্তম্ভ’ নামক এই গ্রাফিতিতে পুনরায় শেখ হাসিনার প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাফিতি আঁকার কাজটি করেন ছাত্র ইউনিয়নের চারুকলা অনুষদ শাখার সদস্য মৃধা রাইয়ান ও ঋষি। তাদের সঙ্গে ছিলেন রাইয়ান ফেরদৌস ও সর্দার নাদিম মাহমুদ শুভ।

You might also like
Leave A Reply

Your email address will not be published.