The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

মেরিন একাডেমিতে ভর্তিতে আবেদনের সময় বাড়ল: আসন ৬৮৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বাংলাদেশ মেরিন একাডেমি (বিএমএ) চট্টগ্রামসহ সরকারি/ বেসরকারি মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ক্যাডেট (নটিক্যাল/ইঞ্জিনিয়ারিং) প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় বাড়ানোর কথা জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ৫ ডিসেম্বর। পরে তা বাড়িয়ে ৫ জানুয়ারি করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণ কোর্সের জন্য অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে কোনো সমস্যায় ভিজিট করতে পারেন www.dos.gov.bd তে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা

এসএসসি ও এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ হতে হবে। এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ এবং ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। ইংরেজিতে জিপিএ ৩-এর কম থাকলে আইইএলটিএস (IELTS) পরীক্ষায় সামগ্রিকভাবে ৫ দশমিক ৫ স্কোর থাকতে হবে। ইংলিশ মিডিয়াম অক্সফোর্ড পাঠ্যক্রমের ক্ষেত্রে পদার্থবিদ্যা ও গণিতসহ ন্যূনতম সি (C) গ্রেডে A-Level সনদপ্রাপ্ত এবং পদার্থবিদ্যা, গণিত, ইংরেজিসহ কমপক্ষে ৫টি বিষয় নিয়ে ন্যূনতম C গ্রেডে O-Level সনদপ্রাপ্ত অথবা সমমানের হতে হবে।

আবেদনের শারীরিক যোগ্যতা
ন্যূনতম উচ্চতা ও ওজন: পুরুষ ৫’ ৪” এবং মহিলা ৫’ ২”। ওজন বিএমআই চার্ট মোতাবেক ন্যূনতম ১৭ থেকে সর্বোচ্চ ২৫ (যেমন ৫’ ৪”: ৪৫-৬৬ কেজি বা ৫’ ৬”: ৪৮-৭০ কেজি)। খালি চোখে নটিক্যাল ক্যাডেটদের জন্য ৬/৬; ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে) আবেদনকারীকে অবশ্যই বর্ণান্ধতামুক্ত হতে হবে।

আবেদনের বয়স
এ বছরের ৩১ ডিসেম্বরে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/নারী)।

পরীক্ষার নম্বর
লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরে হবে। লিখিত পরীক্ষার পাস নম্বর ৪০ শতাংশ।

আবেদনের পদ্ধতি
www.dos.gov.bd এর মাধ্যমেও আবেদন করা যাবে। আবেদনের নির্দেশিকা ওয়েবসাইটে আছে। লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময় মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.