The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

মেরা ভাই জিত গায়া, ইউসুফের জয়ে উচ্ছ্বসিত ইরফান

ভারতের লোকসভা নির্বাচনে নির্বাচিত হয়েছেন দেশটির দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার। এদের একজন কীর্তি আজাদ, আরেকজন ইউসুফ পাঠান। তারা দুজনই তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থিতা করে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীকে হারিয়েছেন ইউসুফ। এক লাখের বেশি ভোটে জিতেছেন তিনি। সেই নিয়ে ক্রীড়ামহলে চলছে উচ্ছ্বাস।

ইউসুফের জয়ে উল্লসিত ছোট ভাই ইরফান। তিনি ভোটের ফল ঘোষণার পরেই টুইট করেছেন। সেখানে ভারতের প্রাক্তন নামী অলরাউন্ডার লিখেছেন, ‘ভাই, তোমার মহৎ উদ্দেশের প্রতি শ্রদ্ধা জানাই। তুমি পোড় খাওয়া রাজনীতিবিদকে (পড়ুন অধীর চৌধুরী) হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছ। তোমার প্রতি মানুষ আস্থা দেখিয়েছেন। তোমার সততা ও অটল মানসিকতা পূর্ণতা পাক এবার উন্নয়নমূলক কাজে, তাতে মানুষের জীবন আরও সমৃদ্ধ হবে। মেরা ভাই জিত গায়া!’

কীর্তি আজাদ বিশ্বকাপ জিতেছেন ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে। এ ছাড়া মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০০৭ সালের টি-টোয়েন্টি এবং ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে ছিলেন ইউসুফ পাঠান। এবার তারা রাজনীতির ময়দানে নেমেও সাফল্য পেলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.