দেশের মেডিকেল কলেজগুলোতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে রোববার (১১ ফেব্রুয়ারি)। দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এক বার্তায় জানানো হয়, রোববার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মহাখালীর পুরাতন ডিজি অফিসের দ্বিতীয় তলায় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
এর আগে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সারাদেশে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে পরীক্ষায় বসেন ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী। এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ফলাফল জানবেন যেভাবেঃ
এদিকে পরীক্ষার ফল প্রকাশের পরই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। আবেদনকারী শিক্ষার্থীরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।