The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

মেডিকেল-ডেন্টালের ক্লাস শুরু ১ আগস্ট

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের এমবিবিএস-বিডিএস প্রথম বর্ষের ক্লাস আগামী ১ আগস্ট থেকে শুরু হবে।

রোববার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বিজ্ঞপ্তিটি বুধবার (২০ জুলাই) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ‘সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট সমূহে ২০২১-২২ খ্রি. শিক্ষাবর্ষ এমবিবিএস বা বিডিএস কোর্সের ক্লাস আগামী ১ আগস্ট ২০২২ তারিখ শুরু করার প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।’

তথ্যমতে, গত ১ এপ্রিল সকালে সারাদেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩৯ হাজার ৭৪২ শিক্ষার্থী ও আবেদন করেন এক লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী, যা মেডিকেল ভর্তি পরীক্ষার ইতিহাসে সর্বাধিক। প্রতি আসনের বিপরীতে ৩৩ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

গত ৮ মে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি কার্যক্রম শুরু হয়ে ১৮ মে শেষ হয়। এবারে সরকারি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা চার হাজার ৩৫০টি।

You might also like
Leave A Reply

Your email address will not be published.