The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

মেজর সিনহা হত্যা মামলার রায়, আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার

দেশজুড়ে আলোচিত কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল থেকে কক্সবাজার দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

আসামিদের আদালতে আনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

সরেজমিন দেখা যায়, আদালত প্রাঙ্গণ ও বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ডিবি পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও সাদা পোষাকে দায়িত্ব পালন করছেন। আদালতের প্রবেশমুখে কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া আদালতের মূল ভবনের সামনে পুলিশ সদস্যরা নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আসামিদের আদালতে আনার জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। আদালতের নির্দেশ পেলে আসামিদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হবে। তবে কোন সময়ে আনা হবে, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, দুপুর দুইটার দিকে তাদের আনা হতে পারে।

আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাসের আইনজীবী অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত বাংলানিউজকে বলেন, প্রদীপ কুমারসহ সব আসামিকে সকাল দশটার দিকে আদালতে আনার কথা থাকলেও আনা হয়নি। দুপুর দুইটার দিকে আদালতে আনা হতে পারে।

You might also like
Leave A Reply

Your email address will not be published.