ধর্ষণ মামলায় মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।
বুধবার (২৬ জুন) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এক হাজার টাকা মুচলেকায় তাকে জামিনের নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আব্দুর রশিদ গণমাধ্যমে বলেন, ধর্ষণ মামলায় আদালত পরবর্তী শুনানি পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।
বুধবার দুপুরে মামুনুল হক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ১ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে একই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পরিদর্শক আব্দুর রশিদ বলেন, মামুনুল হক বুধবার সশরীরে আদালতে হাজির হয়ে জামিন চান। আদালত ১ হাজার টাকা বন্ডে (মুচলেকা) তার জামিন মঞ্জুর করেছেন।
মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমন ফারুক নয়ন বলেন, মামুনুল হক অসুস্থ। তার অসুস্থতার কাগজপত্রসহ আমরা গতকাল আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলাম। এ অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি। আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন।