ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন একাধিক বক্স অফিস হিট সিনেমা উপহার দিয়েছেন। তার অন্যতম হিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি মুক্তির তিন বছর পর এলো এর দ্বিতীয় কিস্তি
‘পুষ্পা টু: দ্য রুল’। বহুল প্রতীক্ষিত সিনেমাটি বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। প্রথম দিনেই সিনেমাটি ২৫০ কোটি রুপির বেশি আয় করেছে। তবে এরই মধ্যে সিনেমাটির দেখা যাচ্ছে কয়েকটি ওয়েবসাইটে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন বলছে, ‘পুষ্পা টু’ সিনেমাটি মুক্তির আগের দিন বুধবার (৪ ডিসেম্বর) প্রিমিয়ার শো হয়। আর ঠিক তার পরদিন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে মাত্র ঘণ্টার ব্যবধানে কিছু ওয়েব সাইটে সিনেমাটির পাইরেসি বের হয়।
‘পুষ্পা টু’ সিনেমারর এইচডি ফরম্যাটে ফাঁস হয়েছে বিভিন্ন টরেন্ট সাইট ও পাইরেসি প্ল্যাটফর্মে। অল্পসময়ের মধ্যে সেগুলো নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। যেটা সিনেমাটির নির্মাতা এবং কলাকুশলীদের ভাবাচ্ছে। যদিও সিনেমাটির সূচনা বেশ ভালো ভাবেই হয়েছে।
বুক মাই শো-র তথ্যানুসারে, ‘পুষ্পা টু’ জন্য ৩০ লাখেরও বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে, যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্বব্যাপী প্রি-সেলসের সংখ্যা ৩ মিলিয়ন ছাড়িয়েছে। তাই ভারতের অনেক চলচ্চিত্র বিশ্লেষক মনে করছেন অনলাইনে পাইরেসি কপি বের হলেও পুষ্পার আসল ভক্তরা সিনেমা হলেই হাজির হবেন।
সুকুমার পরিচালিত ‘পুষ্পা টু’ বিগ বাজেটের সিনেমা। ৪০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন, আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিলসহ আরও অনেকে। তেলেগু ভাষায় নির্মিত হলেও সিনেমাটি তামিল, মালয়ালাম, কন্নড়, হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির আগে এর ট্রেলার এবং গান নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল।