কক্সবাজার প্রতিনিধিঃ নাফ নদী পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে এলো একটি বাচ্চা হাতি। সোমবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ গোলার চরে একটি বাচ্চা হাতির দেখা গেছে। আবার কেউ কেউ বলছে হাতিটি বাংলাদেশেরও হতে পারে।
এদিকে হাতির খবরে টেকনাফ শাহপরীর দ্বীপে গোলার চরে হাতি উদ্ধার চেষ্টায় ব্যর্থ হন বন বিভাগের লোকেরা।
হাতির বিষয়টি নিশ্চিত করে টেকনাফ দক্ষিণ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান বলেন, রাত হওয়ায় আমরা হাতিটি উদ্ধার করতে সফল হয়নি। কাল আবার উদ্ধার কাজ চালনো হবে। দেড় বছরের হাতিটি মিয়ানমার থেকে এসেছে। কারণ এধরনের হাতি আমাদের পাহাড়ে খুব একটা খেলা মিলে না।
প্রত্যক্ষদর্শী জেলে আবুল কালাম জানান, হাতিটি সন্ধ্যায় পর্যন্ত শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় ছোটাছুটি করছে। স্থানীয় সহযোগিতায় বন বিভাগ উদ্ধারে চেষ্টা করেছিল কিন্তু সক্ষম হয়নি। অধিকাংশ সময় এরকম হাতি দেখা যায়। ধারণা করা হচ্ছে, মিয়ানমার পাহাড়ি ঢলে দলছুট হয়ে সাঁতরে নাফ নদী পেরিয়ে আসতে পারে হাতিটি। বাচ্চা হাতিটি ক্ষুর্ধাত অবস্থায় দেখা গেছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সালাম স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, সকাল থেকে বাচ্চা হাতি নাফ নদীর চরে দাঁড়িয়ে থাকতে দেখে এলাকার লোকজন । হাতিটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছে। বন বিভাগ এসে হাতি বাচ্চাটি কে উদ্ধারে চেষ্টা করলেও সফল হয়নি।