ডেস্ক রিপোর্ট: প্রথম সন্তান জন্ম দেয়ার দুই সপ্তাহের মাথায় মা হওয়াটাকে বোকামি বলে মনে করছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। তার মতে, মাতৃত্ব সফর বোকামি ছাড়া আর কিছুই নয়।
হঠাৎ কেন এমন অনুভূতি রাধিকার? জানতে চাইলে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, উৎসাহ বা উত্তেজনার বশে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরেও দোলাচলে ছিলাম। আসলে অন্তঃসত্ত্বা হওয়ার পর্ব যে খুব কঠিন ও কষ্টকর, তা আসলে কেউ বলেন না।
রাধিকা আরও বলেন, অন্তঃসত্ত্বা হওয়ার পরে কী কী হয়, এসব নিয়ে কখনোই ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসে, তা-ও জানার চেষ্টা করিনি। এই সফর মোটেও মজা করে কাটানো যায় না। কিছু মানুষের হয়ত তেমন সমস্যা হয় না। তবে, সন্তানধারণ করা খুব কঠিন বিষয় এবং শরীরে মারাত্মক পরিবর্তন আসে।
অভিনেত্রী ইনস্টাগ্রামে প্রথম ভক্তদের জানান মা হওয়ার সুখবর। শনিবার (১৪ ডিসেম্বর) সন্তানের সাথে একটি ছবি শেয়ার করেন রাধিকা। ছবিতে দেখা যায়, বুকে সন্তান নিয়ে সামনে ল্যাপটপ রেখে কাজ করছেন অভিনেত্রী।
এর ক্যাপশনে রাধিকা লেখেন, আমাদের এক সপ্তাহের সন্তানকে বুকে নিয়েই প্রথম কাজের মিটিংটা সেরে নিলাম। তবে অভিনেত্রীর মেয়ে হয়েছে নাকি ছেলে, তা তিনি ওই পোস্টে জানাননি।
২০১২ সালে ব্রিটিশ বেহালাবাদক এবং সুরকার বেনেডিক্ট টেলরকে ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাধিকা। বিয়ের ১২ বছর পর মা হন অভিনেত্রী।
মা হওয়ার পর মাতৃত্ব নিয়ে রাধিকার এমন নেতিবাচক মন্তব্যে নেটিজেনরা বলছেন, মা হওয়ার পর ব্যক্তিজীবন, ক্যারিয়ার আর মাতৃত্ব এ তিন বিষয়ে একসঙ্গে সামাল দিতে না পারাতেই অভিমানে এমন মন্তব্য করেছেন রাধিকা আপ্তে।