ঢাকা ডমিনেটরসের বিপক্ষে খেলার এক ফাঁকে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা গেল ইমাদ ওয়াসিমকে। সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের সঙ্গে কী নিয়ে যেন মজা করছিলেন পাকিস্তানি এই স্পিনার। ভাব ভঙ্গি দেখে বোঝাই যাচ্ছিল, মাশরাফির সঙ্গে তাঁর বোঝাপড়া বেশ জমেছে। যার প্রমান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফির প্রশংসা করলেন ইমাদ। বাঁহাতি স্পিনার বলেছেন, মাশরাফি কতটা ভালো, তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ তাঁর কাছে নেই।
সিলেট অধিনায়ক মাশরাফির প্রশংসা করে ম্যাচ শেষে ইমাদ বলেছেন, ‘সে বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছে। ক্রিকেটের কিংবদন্তি। অসাধারণ নেতা ও দারুণ মানুষ। ক্রিকেটে ওঠা-নামা সম্পর্কে জানেন; কারণ, ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। সে কতটা ভালো, তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই। তার জন্য আমার সবটুকুই সম্মানের।’
ইমাদ জানালেন, মাশরাফিকে তিনি বড় ভাইয়ের মতোই সম্মান করেন, ‘তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে সে যা বলে তা–ই আমরা অনুসরণ করি। খেলাটাকে খুব উপভোগ করে। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন সে।’
বিপিএলে পাঁচ ম্যাচ খেলে এ পর্যন্ত সবকটিতেই জিতেছে সিলেট। ইমাদ জানালেন সিলেটের ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো। দলের সমন্বয়ও দারুণ, ‘ড্রেসিংরুমের পরিবেশ খুবই ভালো।