The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪

মামলার বিষয়ে কিছুই জানেন না অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন সিমি ইসলাম নামের একজন প্রযোজক। গত ২৪ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি (১১৩৬) দায়ের করা হয়। একই মামলার ৩ নম্বর আসামি করা হয়েছে হিরো আলম ও অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা জাহিদুল ইসলাম আপনকে।

প্রযোজক সিমি ইসলামের দাবি, তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম। বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরি করেছিলেন থানায়। এরপর চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির মাধ্যমে মীমাংসার চেষ্টাও করেন। কিন্তু কোনও সমাধান না পেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। এ বিষয়ে এবার মুখ খুললেন অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘সিমি ইসলাম কলিকে নিয়ে আর পারি না। ওনার তো সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। আবার মামলা কীসের! আমি এ বিষয়ে জানিই না, এসব তো ঠিক না।’

মামলার এজহারে বলা হয়েছে, হিরো আলমের মাধ্যমে সিমি ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এখানে হিরো আলম এলো কোথা থেকে! এটা সিমিই ভালো বলতে পারবেন। আমি তাকে ঠিকঠাকভাবে চিনিও না। আমি কী উত্তর দিতে পারি বলেন! সে টাকা কোথায় দিলো, কাকে দিলো- কিছুই জানি না। এখন মনগড়া কথা বলছে কেন! আমার আস্থা এই সরকার ও আইনের প্রতি। সে টাকা কোথায় দিয়েছে কেন দিয়েছে, তার কিছুই জানি না।’

আদালত মামলা তদন্তের দায়িত্ব দিয়েছেন তেজগাঁও থানা পুলিশকে। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিমি ইসলাম।

You might also like
Leave A Reply

Your email address will not be published.