মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেড়েছে সাপের উপদ্রব। প্রায় দুই মাস যাবৎ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছোট-বড় সাপের চলাফেরা। মুক্তমঞ্চ থেকে ২য় গেটের রাস্তায় প্রতিদিনই দেখা যায় ছোট ছোট সাপের বাচ্চার চলাফেরা। শিক্ষার্থীরা চলাচলের সময় তাদের পায়ের নিচে অথবা আশেপাশে সাপের বাচ্চা দেখতে পান। অনেক সময় সাপগুলো অন্ধকারে পায়ের উপরেও উঠে যায়। এছাড়া সাপের দেখা মিলবে হলের সামনের মাঠে,আশেপাশে, বিজয় অঙ্গন, হাতির কবর সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়।
শিক্ষার্থীরা জানান, তারা অনেক আতঙ্কে চলাফেরা করছেন। এমনকি রাতের বেলা অনেক স্থানে তারা চলাফেরা করা বন্ধ করে দিয়েছেন। এই উপদ্রবের কারণ হিসেবে তারা উল্লেখ করেন, ক্যাম্পাসের বিভিন্ন অংশে ময়লা আবর্জনার স্তুপ, ছোট-বড় বন জঙ্গলে ছেয়ে থাকে অনেক স্থান, খেলার মাঠ, চলাচলের রাস্তা ও হলের চারপাশ।
আজকে বিকালেও মান্নান হলের ড্রেনের উপরে দেখা মিলেছে নাম জানা বড় একটি সাপের।
তারা কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান।