মাভাবিপ্রবি প্রতিনিধিঃ পহেলা বৈশাখ উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বসেছে বৈশাখী মেলা। আজ শুভ নববর্ষ। পহেলা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ।
পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্য ও ইতিহাসের অবিচ্ছেদ্য এক অংশ। গৌরবের সাথে এই দিনটি বাঙালি জাতি নানা ভাবে পালন করে আসছে। সারাদেশে কয়েকদিন দিনব্যাপি এই উৎসবটি পালিত হয় আসছে। পহেলা বৈশাখের একটি গুরুত্বপূর্ণ অংশ বৈশাখী মেলা। বৈশাখী মেলা বাঙালি ঐতিহ্যকে ধারণ করে।
এরই অংশ হিসেবে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্তোষ সার্বজনীন ছয় আনি শ্রী শ্রী নন্দ-গোবিন্দ গোপাল ও শিব মন্দির এর পাশে কৃষ্ণচূড়া লেনে বসেছে বৈশাখী মেলা। ধারণা করা হয় মেলাটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বহু বছর আগে থেকে পরিচালিত হয়ে আসছে।
মেলায় নানা প্রকারের মিষ্টান্ন, খেলনা সামগ্ৰী, আসবাপত্র, হরেক রকমের মৃৎশিল্প, কুটির শিল্প, হস্তশিল্প সহ নানা জাতের খাদ্যসামগ্রী উঠেছে।
মেলায় ছোট-বড়, ছেলে-মেয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পদচারণায় নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। সবাই মেলা এসে খুবই আনন্দিত। দূর-দুরান্ত থেকে মানুষ আসছেন তাদের পরিবার নিয়ে। তারা খুবই আনন্দের সাথে মেলার পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করছেন।