মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩- ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও আলোচনা সভা ৮ জানুয়ারি, ২০২৫ তারিখে বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ।
প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন দক্ষিণ কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হ্যাং মুক চো। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে একই ইউনিভার্সিটি ও বিভাগের পিএইচডি শিক্ষার্থী রামোজন খুজামবেরদিভে ও মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম বক্তৃতা করেন।
প্রধান অতিথি বলেন, শিল্প বিপ্লবের এই যুগে আমাদের যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন বিভাগটির শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দানের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষকদের।
উল্লখ্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যন্ত্রকৌশল পৃথিবীর অন্যতম বৃহত্তম ও বিস্তৃত ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টিকে মাদার অফ ইঞ্জিনিয়ারিং বলা হয়ে থাকে । সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে ৩০ জন শিক্ষার্থী এ বিভাগে ভর্তির অনুমতি দেয় ।
ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অধীনে দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ৭ বছর মেয়াদী অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্ট নামে মাভাবিপ্রবি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব সম্প্রসারন, আধুনিক কারিকুলাম প্রণয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরিয়ার কংজু ন্যাশনাল ইউনিভার্সিটি কাজ করে চলেছে।
বিভাগটিতে দক্ষিণ কোরিয়ান অর্থায়নে ল্যাব উন্নয়নে এখন পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার বেশী যন্ত্রপাতি, ল্যাব সরঞ্জাম ও পুস্তক ক্রয় করে দিয়েছে দক্ষিণ কোরিয়া।