মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এভায়রমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের স্নাতক ছাত্রদের সংগঠন এভায়রমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট এলামনাই এসোসিয়েশনের (ইএসআরএমএএ) বার্ষিক সাধারন সভা – ২০২৪, গত ৮ই মার্চ ঢাকায় ক্যাফে রিও রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ও এসোসিয়েশনের উপদেষ্টা প্রফেসর ড. এ, এস, এম সাইফুল্লাহ ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। উক্ত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মো: আদুল কাদের তালুকদার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: বাদশা মিয়া। সভায় এসোসিয়োশনের বিগত কর্মকান্ড ও সামনের দিনগুলোর জন্য যুগোপযোগী কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুরুতেই প্রধান অতিথি প্রফেসর ড. সিরাজুল ইসলাম এসোসিয়েশনের কর্মকান্ডের প্রশংসা করেন ও সামনের দিনের কর্মকান্ডের জন্য পরামর্শ দেন। তিনি বলেন, বিভাগকে এগিয়ে নিতে এলামনাইদের ভূমিকা অপরিহার্য এবং তিনি আশা করেন ইএসআরএমএএ সেই লক্ষেই দ্রুত এগিয়ে যাবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. এ, এস, এম সাইফুল্লাহ এসোসিয়েশনকে বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন ও ইতোমধ্যেই বিভাগ কর্তৃক নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। বিভাগের বর্তমানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়নে ও পাঠ্যসূচিতে যুগোপযোগী পরিবর্তন আনতে তিনি এলামনাইদের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ নিজেদের অবস্থান থেকে এসোসিয়েশন ও ছাত্র-ছাত্রীদের কল্যানে নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় সভাপতি মো: আব্দুল কাদের তালুকদার শিক্ষকদের দিকনির্দেশনা ও সদস্যদের মতামতের ভিত্তিতে সামনের কর্মকান্ডগুলো সফলভাবে সম্পন্ন করার আশ্বাস দেন ও কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সকল এলামনাইদের সহযোগিতা কামনা করেন। সাধারণ সম্পাদক মো: বাদশা মিয়া কার্যকরী কমিটির সদস্যবৃন্দের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন এবং বর্তমান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সামনের দিনগুলোতে নিয়মিত প্রশিক্ষণের আশ্বাস দেন।
এস. এম জাহিদ হোসেন/