The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

মাভাবিপ্রবিতে সকল প্রকার রাজনীতি আজীবন নিষিদ্ধ ঘোষণা

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২ দফা দাবির প্রেক্ষিতে জরুরি মিটিংয়ে বসে মাভাবিপ্রবি প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা।

আজ ১২ই আগস্ট সোমবার, ২০২৪ ইং দুপুর ২ঘটিকায় ভাইস-চ্যান্সেলর এর অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ আর এম সোলাইমান একটি জরুরি সভা ডাকেন। সেখানে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম, বিভিন্ন অনুষধের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা সহ সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের পূর্বঘোষিত ২দফা দাবি ছিল এক. বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর রাজনীতি আজীবন নিষিদ্ধ করা। দুই. অতি দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের দুই দফা দাবি মেনে নিয়ে মাভাবিপ্রবিতে সকল প্রকার ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর রাজনীতি আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন।

পাশাপাশি শিক্ষা কার্যক্রম অতি দ্রুত খোলার আশ্বাস দেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.