The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪

মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মাভাবিপ্রবি প্রতিনিধি: ডিএনএ দিবস উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি ক্লাবের আয়োজনে দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১২ মে রবিবার বেলা ১২টায় বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিজিই) করিডোরে ‘ডিএনএ ডে ২০২৪’ শিরোনামের এই দেয়ালিকাটি প্রদর্শনের আয়োজন করা হয়। দেয়ালিকায় বায়োটেকনোলজি ও বায়োটেকনোলজি সম্পর্কিত নানা দিক তুলে ধরা হয়। বিজিই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থীদের হাতে লেখা ও প্রিন্ট করা প্রায় ৩০ টি আর্টিকেল দেওয়ালিকাটিতে স্থান পায়।

উক্ত প্রদর্শনীর উদ্বোধনে উপস্থিত ছিলেন বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, অধ্যাপক ড. আশরাফ হোসাইন তালুকদার, অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, অধ্যাপক ড. মো. ফজলুল করিম, সহযোগী অধ্যাপক ড. আয়শা ফেরদৌসী, সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, সহযোগী অধ্যাপক ড. শাহ্ আদিল ইশতিয়াক আহমদ, সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, সহকারী অধ্যাপক রোকসানা খানমসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

প্রদর্শনী উদ্ভোদনী প্রদর্শনের সময় ড. এ. কে. এম. মহিউদ্দিন বলেন, ২০০৬ সালের পর থেকে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। বর্তমানে পুঁথিগত শিক্ষার পাশাপাশি কো কারিকুলার এক্টিভিটিজের অনেকটা প্রসার ঘটেছে। যা শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদেরকে এসব কাজে উৎসাহদানের জন্য তিনি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকারেকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ‘আপাতদৃষ্টিতে এগুলোকে ছোটখাটো কাজ মনে হলেও আমার দৃষ্টিতে এগুলো ছোটখাটো কাজ নয়। এসব কাজের মাধ্যমে আমরা আপডেট তথ্যগুলোর জানতে পারি।’
তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, তারা যেন পড়াশোনার পাশাপাশি বায়োটেকনোলজি সম্পর্কিত সেমিনার ও কর্মশালাগুলোর খোঁজ খবর রাখে এবং সেগুলোতে অংশগ্রহণ করে।

উল্লেখ্য, গতবছর সিস্ট্রন-১৬ ব্যাচের দেওয়ালিকা প্রদর্শনীর মাধ্যমে বিজিই বিভাগে দেওয়ালিকা প্রদর্শনী ও বায়োটেকনোলজি ক্লাবের যাত্রা শুরু হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.