The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪

মাভাবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(মাভাবিপ্রবি) মানসিক স্বাস্থ্য, সুস্থতা এবং মন প্রশিক্ষণের উপর “এত হাসি কোথায় গেলো” শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় আলোড়ন ক্লাবের আয়োজনে ক্যাম্পাসের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজিম আখন্দ অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আলোড়ন ক্লাবের আহ্বায়ক আবু হানিফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘এখন একটা সময় চলছে আমরা বিভিন্ন কারণে হাসতে ভুলে যাচ্ছি। জেনারেল জে-জি একটা গণ-অভ্যুত্থান করেছে, দেশে অস্থিরতা চলছে, রাজনৈতিক, ভূগোলিক, অর্থনীতি বিভিন্ন কারণে আমরা মানসিক স্বাস্থ্যর দিকে খেয়াল রাখতে পারছি না এবং আমাদের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়েছে। এই সময় আমাদের সবার হাসির প্রয়োজন সুস্থ থাকার জন্য। বিশ্ববিদ্যালয় জীবন তোমাদের জীবনে শ্রেষ্ঠ সময়। তোমাদের জীবনে অনেক হতাশা আসবে কিন্তু এতে সম্পর্ক নষ্ট করা যাবে। বন্ধুত্ব-প্রেম ভালোবাসা সব সময় থাকুক তোমাদের মাঝে। তোমাদের জন্য আমার দোয়া রইল।’

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এর মনোবিজ্ঞানী অধ্যাপক ড. তানিয়া রহমান এবং সহ-কীনোট স্পিকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ফ্যাকাল্টি লিজা আক্তার।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান,শিক্ষক, আলোড়ন এর বিভিন্ন উপদেষ্টা, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন উপস্থিত ছিলেন।

You might also like
Leave A Reply

Your email address will not be published.