মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালী, ফেনী, লক্ষীপুর জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে “নিঝুম দ্বীপের দেশ নোয়াখালী,পঞ্চ নদীর মুহুরী বাঁধ ফেনী জেলার আশীর্বাদ,সয়াবিন ও সুপারির লক্ষ্মীপুর” স্লোগান নিয়ে বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে।
গতকাল সোমবার (২৫শে মার্চ) বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে এ কমিটি ঘোষণা করেন এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক ড.এ.কে.এম. মহিউদ্দিন ।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফুড টেকনোলজি এ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সাহেদুল হাসান হৃদয় ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিমিনোলজি এ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী শাহনেওয়াজ মোঃ শাকিল।
এছাড়া কমিটির অনান্য সদস্যরা হলেন সহ-সভাপতি, মোঃ সুজন হোসেন, কাপাসিয়া বিনতে গিয়াস, আসাদ উজ জামান ।যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান নাতাশা ,জাহিদুল ইসলাম জামিল ,মেহরাজ অমি ।সাংগঠনিক সম্পাদক, আবদুর রহমান মিনার,
মিম তাজুল ইসলাম তামীম ,অভিষেক সজিব-: ইয়াসিন আরাফাত,মহিদুল হাসিব ,রাহাদুল ইসলাম, মুশফিকা আহমেদ।অর্থ সম্পাদক, সাজ্জাদ হোসেন,সহ-অর্থ সম্পাদক আসাদুজ্জামান প্রান্ত । প্রচার সম্পাদক, আবু বকর সিদ্দিক ওসামা । উপ-প্রচার সম্পাদক: সাকিবুল হাসান ।দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল অপু সহ-দপ্তর সম্পাদক: কামরুল ।আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাজী বাধন।ছাত্র বিষয়ক সম্পাদক মো: রাকিব,ছাত্রী বিষয়ক সম্পাদক মমতাজ মুনা ।ক্রিড়া বিষয়ক সম্পাদক শাহাদাত,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিন পাটোয়ারী ও আরফান হোসেন।কার্যকরী সদস্য: মাইমুনা ইয়াসমিন জিনাত,তাহের চিশতী, অঙ্কিতা মজুমদা,সাইফুল ইসলাম জিহাদ,মাহির ফয়সাল, খন্দকার রিফাত,মোঃ মেহেরাজ আলম,সানজিদা আক্তার।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম মহিউদ্দিন , রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম , ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোছাঃ ফারহানা আক্তার, বিজনেস এ্যাডমিনিস্টেশন বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা আফরোজ , বিজিই বিভাগের সহযোগী অধ্যাপক
ড. শাহ আদিল ইশতিয়াক আহমেদ , পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফয়জুন নাহার মিম , অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো: মনিরুজ্জামান মুজিব,ইএসআরএম বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জসীম উদ্দিন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সায়েমা আরেফীন ,
পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ তাজুল ইসলাম , পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোঃ আবুল হোসেন । এছাড়া ছাত্র উপদেষ্টা হিসেবে আছেন সিপিএস বিভাগের মোঃ তাওহিদুর রহমান ও বিজিই বিভাগের
রবিন হোসেন।
ছাত্র উপদেষ্টা মোঃ তাওহিদুর রহমান বলেন, আজ এক স্বপ্ন পূরনের দিন। মাভাবিপ্রবির বুকে ভালোবাসা ও প্রত্যয় ছড়ানোর লক্ষ্যে বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস এসোসিয়েশনের যাত্রা শুরু হলো। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ভাতৃত্ব ও মায়ার টানে আমরা একত্রিত হতে পেরেছি। এই পথচলা অনেক সুখকর ও কষ্টকর দুটোই ছিল। প্রথমে বলতে গেলে আমি ২০১৮ সালে ক্যাম্পাসে আসি কিন্তু অন্যান্য জেলার মতো আমাদের কোনো এসোসিয়েশন ছিলোনা। হয়তো ভেবেছি আমাদের এলাকার মানুষ নেই বললেই চলে পরে নিজ উদ্যোগে প্রত্যেক ডিপার্টমেন্টের সিআরদের সাথে যোগাযোগ করি এবং নোয়াখালীয়ানদের পেয়ে যাই এবং অবাক হই আমাদের সেশনে ১৪ জন বৃহত্তর নোয়াখালীর। বেশ কয়েকবার একটি প্ল্যাটফর্ম দাড়ানের জন্য চেষ্টা করলেও লোকবলের অভাবে এবং জুনিয়র বিধায় শিক্ষকদের থেকে ভালো সাড়া পায়নি, তারপর করোনা চলে আসে এবং আরো দূরত্ব বেড়ে যাই তবে নোয়াখালীর যে কেউ ভর্তির সময় আসলে আমরা বন্ধুরা সাহায্য করি। পরবর্তীতে ২০২৩ সালে বেশকিছু জুনিয়র বৃহত্তর নোয়াখালী থেকে আসে, আমরা তাদের খুঁজে বের করি এবং একত্রিত হয় তবে সেমিস্টার ফাইনালের ব্যস্ততায় আমরা পিছিয়ে যাই।
তবে এইবছর আমরা রমজানকে লক্ষ্য করে একত্রিত হই তাতে বন্ধু রবিন অনেক অবদান রাখে এবং জুনিয়র হ্রদয় ও শাহনেওয়াজ আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে। ফাইনালি আজ আমরা একটি কমিটি দিতে সক্ষম হই এবং এই পবিত্র মাসে রমজানের রোজা রেখে ইফতার ও দোয়ার মাধ্যমে এই সংগঠন ও কমিটির শুভ সূচনা ঘটে।
আমাদের উপদেষ্টামণ্ডলীদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের ছাত্রছাত্রীদের সাথে একাত্মতা পোষন করে আজকের এই নবকমিটিকে অনুমোদন দেওয়ার জন্য। আর নতুন কমিটির প্রতি অনুরোধ রইল সকলকে নিয়ে আমাদের ভালবাসা ও আবেগের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আমি মনে করি নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের প্রত্যেক ছাত্রছাত্রী মেধাবী এবং স্ব স্ব ডিপার্টমেন্টে যেকোনো বিষয়ে অগ্রগামী ভূমিকা রাখে।সকলের উত্তরোত্তর উৎকর্ষ এবং কল্যান কামনা করি।