The Rising Campus
Education, Scholarship, Job, Campus and Youth
শনিবার, ২রা নভেম্বর, ২০২৪

মাভাবিপ্রবিতে ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি : ইউনেস্কোর অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপনায় ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক এক ক্যাম্পেইন প্রোগ্রাম ২নভেম্বর ২০২৪ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে একাডেমিক ভবনের সেমিনার হলে ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়।

শোভাযাত্রা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাভাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ূব। বিষয়ের ওপর আলোচনা করেন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন।

সেমিনার সঞ্চালনা করেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ পরামর্শদান কেন্দ্রের পরিচালক ড. মোঃ ফজলুল করিম।

সেমিনারে বক্তাগণ বলেন, ক্যান্সার ব্যবস্থাপনার মূল কথা হচ্ছে একে আগেভাগে শনাক্ত করা। তখন এর চিকিৎসার নানান সুযোগ থাকে। শেষের দিকে ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা জটিল হয়ে পড়ে। মেয়েদের ক্যান্সার বিশেষ করে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং এর জন্য তাদেরকে সচেতন হবার আহ্বান জানানো হয়। পুরুষ সদস্যদেরও দায়িত্বশীল হবার অনুরোধ করা হয়।

এই ক্যাম্পেইনের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য লাভ করেন, যা তাদের ভবিষ্যৎ জীবনে স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে। এরকম আয়োজন ভবিষ্যতে এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় আরো উদ্যোগ নেবে বলে আশা প্রকাশ করা হয়।

You might also like
Leave A Reply

Your email address will not be published.