বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা তৈরি, ব্যবসায় পরিচালনার জন্য প্রয়োজনীয় রিসোর্সের ব্যাবস্থা, ব্যাবসায় শেখাসহ বেশকিছু উদ্দেশ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে বিজনেস ক্লাব।
বুধবার (২১ জুন) ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে ক্লাবটি। একইদিন বিকেল ৫ টায় এক অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, ইকবাল বাহার জাহিদ এবং ই-ক্যাব ইয়্যুথ ফোরামের সভাপতি মুহাম্মদ রাকিব হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ড. সৌমিত্র শেখর বলেন, “ছাত্রছাত্রীদের শিক্ষাকার্যক্রমের বাইরেও বেশ কিছু কাজ থাকে এবং তারা যদি সেটি শিক্ষাজীবনেই করে ফেলে তাহলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া সহজ হয়। আমাদের সমাজে একটি মান্ধাতার আমলের ধারণা প্রচলিত আছে। সেইটি হলো, আমরা দীর্ঘদিন ধরে আমাদের ছাত্রত্বকে প্রলম্বিত করবো। আজ এই ধারণা থেকে বেরিয়ে আসার সময় এসেছে। যারা এই ডাকে সাড়া দিবে তারা সহজেই সফলতা অর্জন করতে পারবে। এ কারণেই ছাত্রজীবনেই শিক্ষার্থীদের ইনকামের পথ খোঁজা উচিত।”
তিনি আরো বলেন, “আমাদের আরো একটি মূল্যবোধের ব্যাপার আছে। ব্যাবসাটাকে আমাদের সমাজে গুরুত্বপূর্ণভাবে দেখা হয় না। ছাত্র অথবা শিক্ষক যে কেউ যদি ব্যাবসা করলে চারপাশে নাক ছিটকানোর অবস্থা তৈরী হয়ে যায়। অথচ বাংলাতেই বহুল প্রচলিত প্রবাদ আছে, “বানিজ্যে বসতি: লক্ষি”। অর্থাৎ বানিজ্যেই লক্ষি বাস করে। সুতরাং আমি আশা করি বিজনেস ক্লাব শিক্ষার্থীদের সেই দিকটি নিয়ে কাজ করবে।”