মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের দিয়ারা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চার নম্বর বুথে সকাল তখন সাড়ে ১০টা। ওই বুথে ৩৮৫ ভোটের মধ্যে ভোট পড়েছে মাত্র একটি। সহকারী প্রিসাইডিং অফিসারসহ সহযোগী অন্যরা অলস সময় কাটাচ্ছেন।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার বিপ্লব কুমার কর্মকার জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ২ হাজার ৩০৬। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রদত্ত ভোটারের সংখ্যা ৯০টি।
সকাল থেকে ভোটারের উপস্থিতি একেবারেই কম। ভোটকেন্দ্রের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ফ্রী মুডে সময় পার করছেন। এই ইউনিয়নের জাগীর-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটারের উপস্থিতি কম।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার শাহীনুর রহমান জানান, বেলা ১১টা নাগাদ দুই হাজার ২৮২ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৭৯টি ভোট। মোট ছয়টি বুথের মধ্যে ছয় নম্বর বুথে ভোট পড়েছে মাত্র দুটি। এ ছাড়া পৌর এলাকার মত্ত উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের এক হাজার ৮১৯ ভোটের মধ্যে দুপুর ১২টা নাগাদ ভোট পড়েছে ১২৪টি। ভোটকেন্দ্রটির ৪ নম্বর বুথের ৩০৬ ভোটের মধ্যে ভোট পড়েছে মাত্র ৮টি।