ডেস্ক রিপোর্ট: অবরুদ্ধ গাজা। এ যেন ভয়ঙ্কর এক মৃত্যুপুরি। যেদিকে চোখ যায় সেদিকেই লাশের মিছিল। ইট-পাথর ও ক্রংকিটের নিচে শরীরে ছিন্নভিন্ন দেহাবশেষ। ইসরাইলি বাহিনীদের একটি একটি বোমার আঘাতে ঝরে গেছে নিরীহ সব তাজা প্রাণ। তবে গাজাবাসীর এমন করুণ দৃশ্যে মানসিকভাবে আবসাদগ্রস্ত হয়ে পড়েছে ইসরাইলি সেনারাও।
সম্প্রতি গাজা ও লেবাননে যুদ্ধের জেরে ইসরাইলের কমপক্ষে ছয় সেনা আত্মহত্যা করেছেন। দীর্ঘস্থায়ী যুদ্ধ থেকে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাকে সেনাদের আত্মহত্যার প্রাথমিক কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। আনাদুলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, মানসিক অসুস্থতার চিকিৎসা নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর আরও হাজার-হাজার সদস্য। এই তথ্য প্রকাশ করেছে দেশটির একটি সংবাদ মাধ্যম। তবে আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, মানসিক সমস্যায় ভোগা তিন ভাগের এক ভাগ সেনার মধ্যেই রয়েছে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ।
তাদের দাবি চলমান যুদ্ধে আহত সেনার চেয়ে মানসিক রোগে ভুগছে এমন সেনার সংখ্যা বেশি। এক তদন্ত রিপোর্টের তথ্য অনুসারে, মানসিক আঘাতে ভুগছেন এমন সৈন্যের সংখ্যা যুদ্ধে শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইয়েডিওথ আহরোনোথ বিশেষজ্ঞদের উদ্ধৃত করে বলেছে- যে সামরিক অভিযান শেষ হয়ে গেলে এবং সেনারা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে এই মানসিক স্বাস্থ্য সংকট কেটে যাবে।