ডেস্ক রিপোর্ট: মনুষ্যসৃষ্ট বিপর্যয় কিংবা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীর ধ্বংস কিংবা মানব সভ্যতার বিলুপ্তি কাল্পনিক কিছু নয়। তাই ভবিষ্যতে মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য বহু-গ্রহভিত্তিক সভ্যতা প্রয়োজন। এমনটাই মনে করেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক।
সম্প্রতি ইলন মাস্ক বলেছেন, মানুষেরা বহু-গ্রহ প্রজাতিতে পরিণত হলে মানবসভ্যতার বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকবে।
তিনি বলেন, মনুষ্যসৃষ্ট বিপর্যয় অথবা প্রাকৃতিক দুর্যোগ- পৃথিবীতে এমন কিছু ঘটার সম্ভাবনা সবসময়ই থাকে, যেমন উল্কাপিণ্ড ডাইনোসরদের হত্যা করেছিল। পৃথিবীর ইতিহাসে অনেক গণবিলুপ্তির ঘটনা ঘটেছে। আরও গণবিলুপ্তির ঘটনা ঘটবে।
ইলন মাস্ক বলেন, আমরা যদি একক গ্রহের প্রজাতি হওয়ার চেয়ে বহু-গ্রহ প্রজাতি হই তবে মানব সভ্যতার সম্ভাব্য আয়ু অনেক বেশি হবে। মঙ্গল গ্রহ মানবজাতির জন্য সংরক্ষণকারী গ্রহগুলোর মধ্যে একটি।
তথ্যসূত্র: তাস