বাউয়েট প্রতিনিধিঃ মহাত্মা গান্ধী শান্তি সম্মাননা পেল বাউয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী সাদী মুহাম্মদ তামিম।
এশিয়ান বিজনেস সামিট ২০২৩ এবং মহাত্মা গান্ধী শান্তি সম্মাননা অনুষ্ঠিত হয় ভারতের কলকাতায়। উক্ত সামিটে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা দেয়া হয় তরুণদের। শিক্ষা ও স্বাস্থ্য সেবায় অবদান রাখার জন্য সাদী মুহাম্মাদ তামিম কে এই সম্মাননা প্রদান করা হয় বলে জানিয়েছেন বাউয়েট শিক্ষার্থী তামিম।
তামিমের এই অর্জনে তাকে শুভেচ্ছা জানান বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল (অব.) এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. ইন্জিনিয়ার মোঃ রশিদুল হাসান।
সাদী মুহাম্মাদ তামিম সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা। চলনবিল এবং আশেপাশের উপজেলায় ২০১৬ সাল থেকে তিনি মানসম্মত শিক্ষা বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে।